• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পদক্ষেপ বাংলাদেশ-এর আয়োজনে চাঁদপুরে আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব উদযাপনে প্রস্তুতি সভা

প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৯ | আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৫
স্টাফ রিপোর্টার ॥
প্রিন্ট

আগামী ২৭ সেপ্টেম্বর চাঁদপুরে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব-২০১৯। এ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে পদক্ষেপ বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা কমিটি। ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর শহরস্থ গ্র্যান্ডসিটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মুক্তা পীযূষের সভাপতিত্বে ও সহ-সভাপতি উজ্জ্বল হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে উৎসবকে সফল ও সার্থক করতে মুক্ত আলোচনায় অংশ নেন সহ-সভাপতি ইকবাল পারভেজ, রাসেল হাসান, অর্থ সম্পাদক আয়েশা আক্তার রূপা, কার্যকরী সদস্য মহমুদা খানম, নাছরিন আক্তার, মিঠুন বিশ্বাস, এইচএম জাকির, সাংস্কৃতিক সম্পাদক ভিভিয়ান ঘোষ, জায়েদুর রহমান নিরব প্রমুখ।
সভায় উৎসব পরিচালনার জন্যে সংগঠনের উপদেষ্টা কাজী শাহাদাতকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটওয়ারীকে সদস্য সচিব করে একটি উদ্যাপন কমিটি গঠন করা হয়। উদ্যাপন কমিটির মাধ্যমে আগামী দুই সপ্তাহে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

সর্বাধিক পঠিত