• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব দক্ষিণে সনক আবৃত্তি সংগঠনের পুরস্কার বিতরণ

প্রকাশ:  ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণে ঐতিহ্যবাহী আবৃত্তি সংগঠন ‘সনক’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১ আগস্ট সাংস্কৃতিক প্রতিযোগিতা, ২ আগস্ট প্রমিত উচ্চারণ, উপস্থাপন ও আবৃত্তি বিষয়ক কর্মশালা, ৬ সেপ্টেম্বর প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন, পুরস্কার বিতরণ ও সমাপনী উৎসব। মতলব সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে সনক আবৃত্তি সংগঠনের সাংগঠনিক সম্পাদক বদরুন্নাহার লরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সভাপতি রোটাঃ গোলাম সারওয়ার সেলিম, সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস। মুখ্য আলোচক ছিলেন সনকের সভাপতি সাঈয়েদুল আরেফিন শ্যামল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনকের প্রশিক্ষণ সম্পাদক তাস্ফিয়া হক মীম। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

সর্বাধিক পঠিত