ফরিদগঞ্জ লেখক ফোরামের ৩৮৬তম সাহিত্য আড্ডা
‘সাহিত্য সমাজের দর্পণ। সমাজে এবং রাষ্ট্রে অনাচার, অবিচার, অনিয়ম এবং অত্যাচারের বিরুদ্ধে সর্বপ্রথম কবিরাই প্রতিবাদী হয়ে ওঠে। সুন্দর সমাজ বিনির্মাণে কবি সাহিত্যিকদের কমিটমেন্ট থাকা উচিত। কবি কিন্তু দুই প্রকার, ইতিহাস ছাড়া কবি আর ইতিহাসসহ কবি। আমাদেরকে ইতিহাসসহ কবি হওয়ার চেষ্টা করতে হবে। আমার কবিতা যদি মানবতার পক্ষে কথা না বলে, সুন্দরের পক্ষে কথা না বলে, তাহলে বুঝতে হবে আমার কবিসত্তা দুর্বল। আমি আমার নিজের প্রয়োজনে লিখি, সমাজের প্রয়োজনে লিখি। কবি-সাহিত্যিককে তাদের লেখায় সময়কে ধারণ করতে হবে। যুগে যুগে কবিরা মানবতার পক্ষে কথা বলেছেন। ফরিদগঞ্জ লেখক ফোরামের ৩৮৬তম সাহিত্য আড্ডায় কথা বলেছেন, সাবেক যুগ্ম সচিব বিশিষ্ট কবি বদিউল আলম।
গত ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ লেখক ফোরামের কার্যালয়ে নিয়মিত সাহিত্য আড্ডায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বদিউল আলম। সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক নূরুল ইসলাম ফরহাদের উপস্থাপনায় ও সাহিত্য বিভাগের পরিচালক ফাতেমা আক্তার শিল্পীর সভাপ্রধানে অনুষ্ঠানে আরো আলোচনা করেন সাংবাদিক ফরিদ আহমেদ রিপন ও প্রবীর চক্রবর্তী। এ সময় বদিউল আলমের ‘গোলাপ ছুঁয়েছি নিমগ্ন আবেগে’ কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন পিএম বাহার আহমেদ ও ফাতেমা আক্তার শিল্পী। এছাড়াও স্বরচিত লেখা পাঠ করেন মোঃ সাহেদ হোসেন, রাসেল ইব্রাহিম, ফাতেমা আক্তার শিল্পী, ইয়াছিন দেওয়ান, মাহমুদা খাতুন, আবু বকর রাজী ও চারণ কবি মোঃ তছলিম।
উপস্থিত ছিলেন অর্থ বিভাগের পরিচালক শামিম হাসান, উপ-পরিচালক খলিলুর রহমান, সাংস্কৃতিক বিভাগের উপ-পরিচালক তৃপ্তি মনি, শিশু ও মহিলা বিভাগের উপ-পরিচালক রাশেদা খান, আইসিটি বিভাগের পরিচালক মোঃ কাউছার হোসেন, উপ-পরিচালক শাকিব হোসেন, সাংস্কৃতিক বিভাগের সাবেক পরিচালক ফরিদ আহমেদ রানা, সদস্য মোঃ সাহেদ হোসেন, মোঃ রমজান হোসেন, দেলোয়ার, মিম আক্তার, আবদুল আজিম, লাইজু আক্তার, সানিম প্রমুখ।