পদক্ষেপ বাংলাদেশ চাঁদপুর জেলার নূতন কমিটি গঠন
সভাপতি মুক্ত পীযূষ ও সাধারণ সম্পাদক হাবীবুর রহমান পাটওয়ারী
চাঁদপুরে পদক্ষেপ বাংলাদেশের চাঁদপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ আগস্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি বাদল চৌধুরী ও জেনারেল সেক্রেটারী জান্নাতুন নেছার স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটি নি¤œরূপ : সভাপতি মুক্ত পীযূষ, সহ-সভাপতি উজ্জ্বল হোসাইন, কাদের পলাশ, ইকবাল পারভেজ, রাসেল হাসান; সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ফরিদ হাসান, কাজী আজিজুল হাকিম নাহিন, সাংগঠনিক সম্পাদক আবু বকর, অর্থ সম্পাদক আয়েশা আক্তার, প্রচার সম্পাদক জয় ঘোষ, দপ্তর সম্পাদক রাজিব দাস, সাংস্কৃতিক সম্পাদক ভিভিয়ান ঘোষ, সহ-সাংস্কৃতিক সম্পাদক জায়েদুর রহমান নিরব, কার্যকরী সদস্য : মাহমুদা খানম, ইসমত আরা সাফি বন্যা, আবু সায়েম, বীণা ঘোষ মজুমদার, পাপড়ি বর্মন, মাসুদুর রহমান, আবিদা সুলতানা, নাছরিন উজ্জ্বল, মিঠুন বিশ^াস, এইচএম জাকির হোসেন ও মিঠুন ত্রিপুরা।
এছাড়া উপদেষ্টা কমিটিও রয়েছে। প্রধান উপদেষ্টা : মাজেদুর রহমান খান, জেলা প্রশাসক, চাঁদপুর। উপদেষ্টা : জীবন কানাই চক্রবর্তী, সভাপতি জেলা ক্যাব ও সাধারণ সম্পাদক, সঙ্গীত নিকেতন, চাঁদপুর; ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা; অজয় ভৌমিক, সম্পাদক জেলা স্কাউট; রতন কুমার মজুমদার, অধ্যক্ষ, পুরাণবাজার ডিগ্রি কলেজ, চাঁদপুর; কাজী শাহাদাত, মহাপরিচালক, সাহিত্য একাডেমী, চাঁদপুর; তমাল কুমার, পরিচালক, চেম্বার অব কমার্স চাঁদপুর; শহীদ পাটোয়ারী, সভাপতি, চাঁদপুর প্রেসক্লাব; অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, এপিপি, জেলা দায়রা ও জজকোর্ট, চাঁদপুর; রূপালী চম্পক, অধ্যক্ষ, সপ্তসুর সঙ্গীত একাডেমী ও সভাপতি, নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ চাঁদপুর; ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, কবি ও কথা সাহিত্যিক (অধ্যক্ষ, বিতর্ক একাডেমী, চাঁদপুর) এবং শাহজাহান সিদ্দিকী, প্রধান শিক্ষক, উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়।