• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ লেখক ফোরামের সাহিত্য উৎসব আজ উদ্বোধন

প্রকাশ:  ১৮ জুলাই ২০১৯, ০৯:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলার জনপ্রিয় সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘ফরিদগঞ্জ লেখক ফোরাম’-এর ‘সাহিত্য উৎসব ২০১৯’-এর আজ শুভ উদ্বোধন। ৮ দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি হবে ২৬ জুলাই। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ বছর সংগঠনটি ১৫ বছরে পর্দাপণ করছে।
৮ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিযোগিতার মধ্যে রয়েছে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং একক অভিনয়। আরো বয়েছে ‘লেখক ফোরাম পদক-২০১৯’। তিনটি ক্যাটাগরিতে দেয়া হবে এ পুরস্কার। এর মধ্যে রয়েছে জেলার শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ গল্পকার, শ্রেষ্ঠ প্রাবন্ধিক। এছাড়াও রয়েছে বিশেষ সাহিত্য আড্ডা, শ্রেষ্ঠ সহযোগী পুরস্কার, সাহিত্যনির্ভর ম্যাগাজিন অনুষ্ঠান ‘মৌচাক’, পুঁথি পাঠের আসর, বৃক্ষ রোপণ, বর্ণাঢ্য র‌্যালি, রক্তের গ্রুপ নির্ধারণ এবং ‘প্রিয় লেখক ফোরাম’ শিরোনামে একটি স্মরণিকা।
আজ ১৮ জুলাই বৃহস্পতিবার ফরিদগঞ্জ লেখক ফোরামের কার্যালয়ে ৮ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে। উদ্বোধনী দিনে থাকবে আবৃত্তি, চিত্রাঙ্কন ও একক অভিনয় প্রতিযোগিতা। অনুষ্ঠানে সংগঠনের সকল স্তরের সদস্যদেরকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক নূরুল ইসলাম ফরহাদ।

 

সর্বাধিক পঠিত