• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাতির জনকের জন্মশতবার্ষিকী ও জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার প্রস্তুতি সভা

প্রকাশ:  ১৭ জুলাই ২০১৯, ০৮:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ও জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ জুলাই মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনাতয়নে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ বদিউজ্জামান কিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ আমির উদ্দিন ভূঁইয়া মন্টুর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরীর পিতা মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল চৌধুরী, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা পৌর কমিটির সাধারণ সম্পাদিকা শাহিন আক্তারের পিতা মফিজুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। একই সাথে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। সভায় চলতি বছরের ২২ ও ২৩ মার্চ অনুষ্ঠিতব্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় সাংস্কৃতিক বাছাই প্রতিযোগিতার আয়-ব্যয় হিসাব উপস্থাপন করে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে সভায় আলোচনা করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি দিদারুল আলম, মুক্তা পিযূষ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ বিশ্বজিৎ কর রানা, সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, অর্থ সম্পাদক অ্যাডঃ খোরশেদ আলম শাওন, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক অ্যাডঃ সালমা আক্তার, পৌর কমিটির সভাপতি অমল রক্ষিত মনা, সাধারণ সম্পাদিকা শাহিনা আক্তার প্রমুখ।

 

সর্বাধিক পঠিত