বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে জেলা উদীচীর মানববন্ধনে বক্তাগণ
দেশের অগ্রযাত্রায় সংস্কৃতি কর্মীদেরও অবদান রয়েছে
বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে চাঁদপুর জেলা উদীচী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় চাঁদপুরে প্রতিবাদী সংস্কৃতি সমাবেশ করেছেন। গতকাল ২১জুন শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রায় সংস্কৃতি কর্মীদেরও অবদান রয়েছে। স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সমাজের অবক্ষয় দূরীকরণে জনসচেতনতা বৃদ্ধিতে সংস্কৃতি কর্মীরা সকল সময়ই কাজ করে যাচ্ছে। তারা কখনো পারিশ্রমিকের চিন্তা করেননি। সংস্কৃতি কর্মীরা সকল সময়ই মনে করেন দেশের উন্নয়নমূলক কর্মকা-ে অংশ নেয়া বা সম্পৃক্ত থাকা আমাদের নৈতিক দায়িত্ব, সে দায়িত্ব থেকেই আমরা সংস্কৃতি কর্মীরা কাজ করি। অথচ দেখা যাচ্ছে বর্তমান বাজেটে সাংস্কৃতিক কর্মকা- পরিচালনার ক্ষেত্রে তাদের জন্যে বাজেট বরাদ্দ বাড়ানো হয়নি। আমরা মনে করি বাজেটে বরাদ্দ না বাড়িয়ে সংস্কৃতি কর্মীদের সাথে সরকার বিমাতাসুলভ আচরণ করেছে। আমরা মনে করি বর্তমান মুক্তিযুদ্ধের সপক্ষ সরকার সংস্কৃতি কর্মীদের দাবিটি গুরুত্বের সাথে দেখবে এবং বাজেটে সংস্কৃতি চর্চা ও কার্যক্রম অব্যাহত রাখতে পূর্বের চেয়ে বরাদ্দ বৃদ্ধি করবে।
জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক দুলাল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা শাখার সভাপতি কমরেড মনীষা চক্রবর্তী, সাধারণ সম্পাদক কমরেড জাকির হোসেন মিয়াজী, জেলা উদীচীর সহ-সভাপতি মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, কৃষ্ণা সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হোসেন বাপ্পী, বিনোদ চৌধুরী নরেশ, জেলা মহিলা পরিষদের সভানেত্রী লীলা মজুমদার, সদস্য বুলি চক্রবর্তী, রিতা চক্রবর্তী, সংস্কৃতি কর্মী এম আর ইসলাম বাবু, রফিকুজ্জামান রনি, জান্নাতুল ফেরদৌস, প্রনব ঘোষ, মানিক চক্রবর্তী প্রমুখ।