সংস্কৃতি খাতে অপ্রতুল বাজেট বরাদ্দের প্রতিবাদে সাংস্কৃতিক সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
২০১৯-২০২০ অর্থ বছরে বর্তমান সরকারের ঘোষিত বাজেটে সংস্কৃতি খাতে অপ্রতুল বাজেট বরাদ্দের প্রতিবাদে সারা দেশের ন্যায় চাঁদপুরেও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন চট্টগ্রাম বিভাগ, চাঁদপুর অঞ্চলের আহ্বানে এবং সকল সাংস্কৃতিক সংগঠনের সংগঠক ও শিল্পীদের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুন বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি সম্মুখে তা অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের আহ্বায়ক শহীদ পাটোয়ারীর সভাপতিত্বে ও নাট্য ব্যক্তিত্ব সাংবাদিক শরীফ চৌধুরীর সঞ্চালনায় বক্তারা বলেন, মূল বাজেটের সাথে আরো যদি ১ ভাগ বাজেট সাংস্কৃতিক খাতে বরাদ্দ দেওয়া হয় তাহলে সকল সাংস্কৃতিক কর্মী তাদের সংস্কৃৃতি চর্চা চালিয়ে যেতে পারবে। সংস্কৃতি হচ্ছে একটি দেশের মূল চালিকা শক্তি। সাংস্কৃতিক কর্মকা- বন্ধ হয়ে গেলে দেশে জঙ্গিবাদ বৃদ্ধি পাবে। সাংস্কৃৃতিক কর্মকা- করতে হলে অর্থের প্রয়োজন। সেই অর্থ চলমান বাজেটে কমিয়ে দেয়া হয়েছে। আমরা সেই বাজেট বৃদ্ধি চাই। বর্তমান সরকার সোয়া ৫ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। এই বাজেটে সাংস্কৃতিক কর্মকা-ের জন্যে যদি ১ শতাংশ বাজেট বৃদ্ধি করা হয় তাহলে সাংস্কৃতিক কর্মীরা তাদের কর্মকা- পরিচালনা করতে পারবে। বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। কোনো দেশকে ধ্বংস করতে হলে শত্রুরা প্রথমে সেই দেশের সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের উপর আঘাত হানে। যা আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দেখেছি। আর বর্তমান সরকারের এ বছর বাজেটে অর্থমন্ত্রী সাংস্কৃতিক খাতে বরাদ্দ কমিয়ে দিয়েছে। আমরা এই বাজেট বৃদ্ধির দাবি জানিয়ে আজকে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দাঁড়িয়েছি। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা কারচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, নতুন কুঁড়ি সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডঃ আবুল কালাম সরকার, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর মন্ডল, সপ্তসুর সংগীত একাডেমির অধ্যক্ষ রূপালী চম্পক, কণ্ঠশিল্পী কৃষ্ণা সাহা, অনন্যা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক মৃনাল সরকার, সাংবাদিক ও নাট্য অভিনেতা বিএম হান্নান, অনুপম নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ ম-ল, স্বরলিপি নাট্যদলের প্রতিষ্ঠাতা সভাপতি এমআর ইসলাম বাবু, আবৃত্তিকার ও ব্যাংকার সামীম আহমেদ, নাট্য অভিনেতা জয়রাম রায়, চাঁদপুর ড্রামার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সরকার, সাবেক সাধারণ সম্পাদক মানিক পোদ্দার, জাগরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন, কবি ও লেখক রফিকুজ্জামান রনি প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায়, জেলা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক সোমা দত্ত, সংগীত শিল্পী ইতু চক্রবর্তী, মোহন বাঁশি স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি অজিত দত্ত, মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি মুক্তা পীযূষ ও সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস, অরনী সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সোহেল রানা, বঙ্গবন্ধু লেখক পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইন, নাট্যাভিনেতা নূরে আলম, পলাশ মজুমদার, প্রণব ঘোষ, কার্তিক সরকার, ফাতেমা তুজ জোহরা, মারিয়া আক্তার, মিলি, ফারিয়া ও কণ্ঠশিল্পী বীরেন সাহাসহ আরো অনেকে।