• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মোহন বাঁশি স্মৃতি সংসদের ‘চিরঞ্জীব ’৭১’-এর গৌরবের দশ বছর পূর্তি উৎসবের সফল সমাপ্তি

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৯, ১৩:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সংগঠন বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের ‘চিরঞ্জীব ’৭১’ নামে ৩ দিনব্যাপী গৌরবের ১০ বছর পূর্তি উৎসব সম্পন্ন হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করে আয়োজিত চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের গতকাল ছিল শেষদিন। এদিন চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সান্ধ্যকালীন আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উৎসবের আহ্বায়ক চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত। আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর মুক্তিফৌজ ফাউন্ডেশন সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক বিশিষ্ট সমাজসেবক পরেশ মালাকার, সংবর্ধিত অতিথি বিশিষ্ট সুরকার ও গীতিকার একে আজাদ শরীফ সুমন এবং গীতিকার ও লেখক কবির হোসেন মিজি। কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন মোহন বাঁশি স্মৃতি সংসদের সভাপতি অজিত দত্ত। উৎসব উদ্যাপন কমিটির সদস্য সচিব মজিবুর রহমানের সভাপ্রধানে ও স্বরলিপি নাট্য সংগঠনের সভাপতি এমআর ইসলাম বাবুর পরিচালনায় আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুরের সভাপতি তপন সরকার, মুক্তিযোদ্ধার সন্তান রাখাল দত্ত প্রমুখ। আলোচনা সভার পূর্বে সদর উপজেলা শিল্পকলা একাডেমীর  শিশু শিল্পীরা নৃত্য এবং সংগীত  পরিবেশন করেন। এর পূর্বে বিকেল সাড়ে ৪টায় ইয়েস গ্রুপ সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি চাঁদপুরের আয়োজনে প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে অংশ নেন পক্ষ দলে দলনেতা রাসেল হাসান, ১ম বক্তা রাবেয়া আক্তার, ২য় বক্তা নাজমুস সাকিব, ৩য় বক্তা রিয়াজ রহমান রিফাত। বিষয়ের বিপক্ষে বক্তব্য রাখেন দলনেতা ভিভিয়ান ঘোষ, ১ম বক্তা তানিয়া ইসলাম সেতু, ২য় বক্তা রোবেল হোসেন, ৩য় বক্তা মিথুন ত্রিপুরা। বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর বিতর্ক একাডেমীর প্রতিষ্ঠাতা রোটাঃ কাজী শাহাদাত। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। সর্বশেষ রক্সি মিউজিক্যাল গ্রুপের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

 

সর্বাধিক পঠিত