• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘বঙ্গবন্ধু শিশু রোবটিক্স উৎসব’

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৯, ১২:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দিনব্যাপী ‘বঙ্গবন্ধু শিশু রোবটিক্স উৎসব-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। ড্যাফোডিল বিশ^বিদ্যালয় ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের যৌথ আয়োজনে গত ১৭ মার্চ রোববার ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক শহিদুল মনির। উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান।
    দিনব্যাপী এ আয়োজনে রোবট প্রদর্শনী, রোবট প্রতিযোগিতা, স্ক্যাচ প্রোগ্রামিং প্রতিযোগিতা, রোবট নিয়ন্ত্রণ প্রতিযোগিতা, ইন্ডাস্ট্রি ৪.০ প্রতিযোগিতা ও নিনো রোবটকে অনুকরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় রাজধানী ঢাকার বিভিন্ন স্কুলের প্রায় একশ’ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি বিভাগ থেকে তিনজনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারে ভূষিত করা হয়।

সর্বাধিক পঠিত