নতুন কুঁড়ি লেখক সম্মাননা পাচ্ছেন চার তরুণ লেখক
নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন আয়োজিত আসন্ন মেহেদী উৎসবে প্রথমবারের মতো ‘নতুন কুঁড়ি লেখক সম্মাননা ২০১৯’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে চারজন গুণী লেখক ও সম্পাদককে এ সম্মাননা প্রদান করা হচ্ছে।
সম্প্রতি নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অ্যাডঃ আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সম্মাননা পদকের জন্যে চূড়ান্তভাবে মনোনীত হওয়া লেখকগণকে বিষয়টি অবগতকরণসহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা প্রদান করা হয়। প্রথমবারের মতো প্রবর্তিত হওয়া এ সম্মাননাটি পাচ্ছেন কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, কবি ও গল্পকার রফিকুজ্জামান রণি, তরী সম্পাদক কবি আশিক বিন রহিম এবং গীতিকবি কবির হোসেন মিজি। চারটি ক্যাটাগরির মধ্যে অনুবাদে মাইনুল ইসলাম মানিক, তার প্রকাশিত গ্রন্থের নাম ‘মধ্যপ্রাচ্যের সমকালীন গল্প’; ছোটগল্পে রফিকুজ্জামান রণি, তার প্রকাশিত গ্রন্থের নাম ‘দুই শহরের জানালা’; কবিতায় আশিক বিন রহিম, তার প্রকাশিত গ্রন্থের নাম ‘পদ্মপ্রয়াণ’ এবং ছোটকাগজ সম্পাদনায় কবির হোসেন মিজি, তার প্রকাশিত কাগজের নাম ‘জানালা’।
আগামী ২০ মার্চ, ২০১৯ তারিখ, বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘মেহেদী উৎসব- ২০১৯’-এ আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা পদক তুলে দেয়ার তারিখ ও সময় ধার্য করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।