‘আমাদের ফরিদগঞ্জ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মঈনুল হাসান
এ বইটির মাধ্যমে আমরা নূতন প্রজন্মের কাছে আমাদের ইতিহাসের কথা কিছুটা হলেও পৌঁছাতে সক্ষম হবো
ফরিদগঞ্জ উপজেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অমৃত ফরহাদের লেখা ‘আমাদের ফরিদগঞ্জ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট লেখক চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মঈনুল হাসান। এ সময় তিনি বলেন, আমাদের সমাজ ব্যবস্থার কারণে প্রতিনিয়ত আমাদের নানা বিষয় নিয়ে কাজ করতে হয়। আমরা নিজ কর্ম নিয়ে সকলেই ব্যস্ত থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে-কজনই আমরা আমাদের নিজ এলাকার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ভাবি? তাছাড়া প্রতিনিয়ত বদলে যাচ্ছে জীবন ধারার মান। এর মধ্য দিয়ে অনেক কিছুই কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। চলে যাচ্ছে এক একটি প্রজন্ম। আসছে নতুন প্রজন্ম। এই নতুন প্রজন্মের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার স্থান থেকে বিচার করতে গেলে ফরিদগঞ্জ উপজেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে অমৃত ফরহাদের লেখা ও জেব্রাক্রসিং প্রকাশনীর কর্ণধার দন্তন্য ইসলামের প্রকাশনালয়ের প্রকাশিত ‘আমাদের ফরিদগঞ্জ’ বইটি একটি অমূল্য সম্পদ। এ বইটি আমাদেরকে কিছুটা হলেও এ অঞ্চলের মানুষের চালচিত্র, ভৌগলিক অবস্থান, ইতিহাস, সংস্কৃতিসহ সকল বিষয়ে একটি ধারণা পেতে সহায়তা করবে।
তিনি বলেন, লেখক ও প্রকাশক তাদের প্রাথমিক দায়িত্ব শেষ করেছে, এখন দায়িত্ব আমাদের অর্থাৎ আমরা যারা সমাজে বাস করছি তাদের, বিশেষ করে সংবাদকর্মীদের । যাতে বইটি নিয়ে বিশদ আলোচনা ও সমালোচনা করে ফরিদগঞ্জ উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে একটি পরিপূর্ণ বই তৈরিতে লেখক ও প্রকাশককে সহায়তা করে। এছাড়া বইটির ছড়িয়ে দেয়ার মাধ্যমে আমরা আমাদের নূতন প্রজন্মের কাছে আমাদের ইতিহাসের কথা কিছুটা হলেও পৌঁছাতে সক্ষম হবো। তিনি বইটি নিয়ে একটি পাঠচক্র করার আহ্বান জানিয়ে বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে নয়, একজন লেখক হিসেবে এসব অনুষ্ঠানে থাকতে পারাটা আমার জন্যে আনন্দদায়ক। ভবিষ্যতে চেষ্টা করবো সাহিত্য নিয়ে আয়োজনে নিজেকে সম্পৃক্ত করতে। তিনি শিক্ষা নিয়ে লেখার জন্যে লেখক ও সংবাদকর্মীদের বিনীত অনুরোধ জানিয়ে বলেন, শিক্ষা নিয়ে জেলা প্রশাসন একটি প্রকাশনা করার চিন্তা ভাবনা করছে।
ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বইটির প্রকাশক জেব্রাক্রসিং-এর কর্ণধার দন্তন্য ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান । স্বাগত বক্তব্য রাখেন বইটির লেখক অমৃত ফরহাদ। সাহিত্যিক ও কৃতী বিতার্কিক রাসেল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন কমিটির চেয়ারম্যান মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক নাছির পাঠান, জমিয়াতুল মোদার্রেছিন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শরীফ মোঃ তাজাম্মুল হোসেন, ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাওঃ মিজানুর রহমান খন্দকার, সাহিত্যিক মোস্তফা মুকুল, চাঁদপুর ডিপিওডির পরিচালক মমতাজ উদ্দিন মিলন, লেখক ফোরামের পরিচালক (অর্থ) শামীম হাসান প্রমুখ।