বিজয় মেলায় বাংলার মুখের সাংস্কৃতিক অনুষ্ঠান
মুক্তিযদ্ধের বিজয় মেলার দ্বিতীয় দিন বাংলার মুখ সাংস্কৃতিক সংগঠন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। রাত সাড়ে ৮টায় বিজয় মেলার মঞ্চে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহআলম মিয়া। সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকারের সঞ্চালনায় বিজয় মেলার পক্ষ থেকে বাংলার মুখ সাংষ্কৃতিক সংগঠনের শিল্পীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা অজিত সাহার পরিচালনায় বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিবেশিত হয়। সঙ্গীত পরিবেশন করেন কৃষ্ণা সাহা, ইতু চক্রবর্তী, রুমা সরকার, তাহমিনা হারুন, অনিতা নন্দী, পীযুষ কান্তি রায় চৌধুরী, মৃনাল সরকার, খোকন, বিশ্বজিৎ কর রানা। নৃত্য পরিবেশন করে তামান্না, রাত্রি, অংকিতা, লগ্ন, আরিফ, রিজভী, কুহু, এশা, হৃদিতা, রিয়া, জেরিন প্রমুখ। যন্ত্র সংগীতে ছিলেন সৈকত মজুমদার, শুভ্র রক্ষিত, এম.এইচ বাতেন, রাজিব চৌধুরী ও আফসার বাবু।