• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সাহিত্য একাডেমী চাঁদপুরের ৫৯তম মাসিক সাহিত্য আসর সম্পন্ন

সাহিত্য আসরের ৫ বছর পূর্তিতে ২৬ ডিসেম্বর থাকবে বর্ণাঢ্য আয়োজন

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০১৮, ২৩:১৬ | আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২৩:১৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 সাহিত্য একাডেমী চাঁদপুর-এর ৫৯তম সাহিত্য আসর সম্পন্ন হয়েছে।  বুধবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে এ আসর চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আসরে চাঁদপুরের বিভিন্ন উপজেলার লেখকবৃন্দ উপস্থিত থেকে স্বরচিত রচনা পাঠ করেন এবং আলোচনায় অংশ নেন।

বিশিষ্ট লেখক ডাঃ পীযূষ কান্তি বড়–য়ার সঞ্চালনায় আসরে সভাপ্রধানের বক্তব্য রাখেন সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেখতে দেখতে আজ ৫৯তম মাসিক সাহিত্য আসর শেষ হলো। আগামী ২৬ ডিসেম্বর বুধবার ৬০তম আসরের মধ্য দিয়ে এ আসরটির ৫ বছর পূর্তি হবে। এটি সাহিত্য একাডেমী চাঁদপুরের জন্যেই একটি মাইলফলক হবে। আমরা অত্যন্ত জমজমাটভাবে ৫ বছর পূর্তি উদ্যাপন করবো। তিনি ৫ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে জেলার কবি, লেখক, সাহিত্যামোদীসহ শিল্প-সংস্কৃতি সম্পৃক্ত মানুষদের অগাম আমন্ত্রণ জানান।

৫৯তম সাহিত্য আসরে নাট্যকার মুনীর চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান। কবিতা পাঠ করেন কবি তছলিম হোসেন হাওলাদার, সালাহ উদ্দীন, ইকবাল পারভেজ, মুক্তা পীযূষ, মুহাম্মদ ফরিদ হাসান, আব্দুর রাজ্জাক, আজিজুর রহমান লিপন, ইয়াছিন দেওয়ান, ইমরান নাহিদ প্রমুখ। গল্প পাঠ করেন হাসান মাহাদি। ছড়া পাঠ করেন পীযূষ কান্তি বড়–য়া ও মকবুল হামিদ। উপস্থিত ছিলেন চাঁদমুখ-এর সাধারণ সম্পাদক এইচ এম জাকির, নিঝুম খান, কবির হোসেন প্রমুখ।


 

 

সর্বাধিক পঠিত