• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা

প্রকাশ:  ০৪ নভেম্বর ২০১৮, ০৯:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 কচুয়ায় সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলা উদ্যাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক উৎসব ও মেলায় মিলিত হয়। এ সময় দর্শনার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
    উপজেলা নির্বাহী অফিসার নিলীমা আফরোজের সভাপ্রধানে ও নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, ত্রাণ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন সজীব, ছাত্রলীগের সভাপতি ইঞ্জিঃ ইব্রাহিম খলিল বাদল, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন স¤্রাটসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে সরকারের বিভিন্ন উন্নয়নের প্রামাণ্য চিত্র প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। অতিথিবৃন্দ মেলার বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, দেশীয় সংস্কৃতির গান পরিবেশন করা হয়।

সর্বাধিক পঠিত