জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের শরৎবন্দনা
চাঁদপুরে শরৎবন্দনার আয়োজন করেছে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত এই শরৎবন্দনায় উপস্থাপন করা হয় গান, নৃত্য ও আবৃত্তি এবং ভিন্নমাত্রার আলোচনা। এতে চাঁদপুরের গুণী শিল্পীরা তাদের পরিবেশনায় উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
সংগঠনের সভাপতি ফারুক আহম্মদের সভাপ্রধানে এই শরৎবন্দনায় আলোচনা করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মঈনুল হাসান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, ছড়াকার ও লেখক ডাঃ পীযূষ কান্তি বড়–য়া, প্রাবন্ধিক প্রকৌশলী দেলোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত, বিশিষ্ট সংগীত শিল্পী রূপালী চম্পক, নাট্যকার শরীফ চৌধুরী, সংগীত সংগঠক রফিক আহমেদ মিন্টু, সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস প্রমুখ।