• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইলিশ উৎসবে দর্শক মাতিয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী সীমান্ত

প্রকাশ:  ০৪ অক্টোবর ২০১৮, ০০:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আমাদের সমাজে অনেক প্রতিভাবান আলোকিত মানুষ রয়েছেন। এমনকি পৃথিবীর আলো যিনি দেখতে পান না, তারও অনেক প্রতিভা থাকতে পারে। তেমনি এক প্রতিভাবান হলেন দৃষ্টি প্রতিবন্ধী সীমান্ত মহাজন। বয়স ১২ কি ১৩। তার পিতার নাম বকুল মহাজন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার ক্যাম্পেরহাট গ্রামের মহাজন বাড়ি। বছর কয়েক আগে সীমান্ত মহাজনের পিতা বকুল মহাজন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে। ৩ ভাইয়ের মধ্যে সীমান্ত দ্বিতীয়। চতুরঙ্গ সাংস্কৃৃতিক সংগঠনের আয়োজনে ১০ম ইলিশ উৎসবে খুদে গানবাজ ও সেরা গানবাজদের প্রতিযোগিতায় সীমান্ত মহাজন অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় লোকসঙ্গীত পরিবেশন করে সে দর্শকদের মন আকৃষ্ট করে। তার সুরেলা কণ্ঠে মোহিত হয়েছে শত শত দর্শক। তাকে ১ অক্টোবর বিজয়ী হওয়ায় চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। সীমান্ত মহাজনের সাথে আলাপকালে সে জানায়, ছোটবেলায় টিভি ও রেডিওতে গান শুনে সে মুখস্থ করতো। ওই সুরে গাওয়ার চেষ্টা করতো। গ্রামের বাড়িতে থাকাকালে সীমান্তের কোনো গানের ওস্তাদ ছিল না। গত ৩/৪ মাস ধরে সীমান্ত মহাজন চাঁদপুরে থাকার সুবাদে চাঁদপুর শিশু একাডেমিতে সঙ্গীত প্রশিক্ষক মৃণাল সরকারের কাছে গানের তালিম নিচ্ছে। বর্তমানে সে তার পল্লীবিদ্যুতের চাকুরিরত মামার কাছে টেকনিক্যাল এলাকার বন বিভাগ সড়কে বসবাস করছে।   
    

 

সর্বাধিক পঠিত