নতুন কুঁড়ির ঈদ পুনর্মিলনী ও মেহেদী উৎসব
চাঁদপুর নতুন কুঁড়ির ঈদ পুনর্মিলনী ও মেহেদী উৎসবের সমাপ্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রসুইঘর চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মোঃ মহসিন পাঠান।
নতুনকুঁড়ির প্রতিষ্ঠাতা ও সংগঠক অ্যাডঃ আবুল কালাম সরকারের পরিচালনায় সভাপতিত্ব করেন মেহেদী উৎসবের সদস্য সচিব অ্যাডঃ নুরুল হক কমল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাট্য নির্মাতা লিটন ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ মুনিরা চৌধুরী, চাঁদপুর পৌরসভার মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, জেলা আইনজীবী সমিতির সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ মোহাম্মদ ইয়াছিন আরাফাত ইকরাম, স্বরলিপি নাট্যদলের প্রতিষ্ঠাতা ও সুদীপ্ত চাঁদপুরের বার্তা সম্পাদক এমআর ইসলাম বাবু, মহিলা নেত্রী নাজমা আলম, শিল্পী মজুমদার, সংগীত শিল্পী জাকির হোসেন খান শিপন, সহকারী সমাজসেবা কর্মকতা আবু তারিক আহমেদ, জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম সম্পাদক সাঈদ হোসেন অপু, নাট্য সংগঠক মোঃ ইয়াসিন প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠক ও ফুটবলার ইয়াকুব বিন ছায়েদ লিটন।
অনুষ্ঠানে আছিয়া আক্তার মিথিলার উপস্থাপনায় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়া শিল্পীরা হলেন : ইরিন আহমেদ রিচি, নীলা আক্তার স্বপ্না, ফারহানা, সূচনা, তানিয়া, মীম, মুক্তা, রোজী, শ্রাবন্তী ও ফারাবী রহমান জুয়েল।