• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আসছে ভারতীয় পেঁয়াজ

প্রকাশ:  ১৮ আগস্ট ২০২৫, ০৯:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল রবিবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৬৬০ মেট্রিক টন, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১৪৯ মেট্রিক টন এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ৫০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ এসেছে। বন্দর ও আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল সকাল থেকেই ভারত থেকে পেঁয়াজের ট্রাক আসা শুরু হয় এসব স্থলবন্দর দিয়ে। বেশ কয়েকজন আমদানিকারক এই পেঁয়াজ আমদানি করেন।
ভারতের ট্রাক থেকে বন্দরে পেঁয়াজ খালাসের পর তা বাংলাদেশি ট্রাকে লোড করা হয়। এরপর সেগুলো ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।