পশ্চিম তীরে ১০০টিরও বেশি আবাসিক ভবন ভেঙে দিচ্ছে ইসরায়েল


অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শরণার্থী শিবিরের অভ্যন্তরে আল-মুরাব্বা'আ এলাকায় ১০০টিরও বেশি আবাসিক ভবন ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসেবে ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে ফেলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার (৭ জুলাই) লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
তুলকারেম ক্যাম্পের পপুলার কমিটি আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলি বুলডোজার ক্যাম্পের বেশ কয়েকটি বাড়ি ভেঙে ফেলা শুরু করেছে।
ইসরায়েলের আরব সংখ্যালঘু অধিকারের আইনি কেন্দ্র 'আদালাহ' আল জাজিরাকে নিশ্চিত করেছে, ইসরায়েলি সুপ্রিম কোর্ট ওই এলাকায় ধ্বংসযজ্ঞ স্থগিত করার জন্য একটি অস্থায়ী আদেশ জারি করলেও পরে তা সংশোধন করে জরুরি 'নিরাপত্তা বা সামরিক প্রয়োজন'র অজুহাতে পুনরায় শুরু করার অনুমতি দিয়েছে।
এদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে কমপক্ষে ১০৫টি লাশ এবং ৩৫৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে।
১৮ মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ইসরায়েল কমপক্ষে ৬৯৬৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। একই সময় ২৪,৫৭৬ জনেরও বেশি আহত হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫৭ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩৬ হাজার ৬১৭ জন আহত হয়েছে। হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।