• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

রিট খারিজ : ইশরাককে শপথ পড়াতে বাধা নেই

প্রকাশ:  ২২ মে ২০২৫, ১১:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই। এমনটিই জানিয়েছে হাইকোর্ট। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে আদালত। এদিকে, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গেলো ৯ দিন ধরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি পালন করে আসছে। আজ বৃহস্পতিবার সকালেও রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়।

নেতা-কর্মীরা জানান, তারা রাতভর কাকরাইল মোড়েই অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। কাকরাইল মোড় থেকে যমুনার দিকে যেতে সড়কের ডান পাশে পুলিশের ব্যারিকেডের সামনে শতাধিক নেতা-কর্মী বসে ও দাঁড়িয়ে রয়েছেন। ছোট ছোট দলে আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন আরও কয়েক শ নেতা-কর্মী। আজ সপ্তাহের শেষ কর্মদিবসে সংশ্লিষ্ট সড়কপথ দিয়ে কর্মস্থলের দিকে যাওয়া লোকজনকে ভোগান্তিতে পড়তে দেখা গেছে। মৎস্য ভবনসংলগ্ন মোড়ে দেওয়া প্রতিবন্ধকতা পেরিয়ে কাকরাইল মোড়ে আসা অনেক মোটরসাইকেলচালককে উল্টো দিকে ঘুরিয়ে দিতে দেখা যায় অবস্থানকারী নেতা-কর্মীদের।

রাস্তা বন্ধ থাকায় কাকরাইল মোড় থেকে মৎস্য ভবন বা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যেতে চাওয়া অনেককে অন্য দিক দিয়ে যেতে দেখা গেছে। কেউ কেউ অবস্থান নেওয়া নেতা-কর্মীদের কাছে গিয়ে গন্তব্য জানিয়ে ছেড়ে দেওয়ার অনুরোধ করছিলেন। কিন্তু কাউকেই যেতে দেওয়া হচ্ছিল না। সকাল ৯টার দিকে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীদের একসঙ্গে স্লোগান দিতে দেখা গেছে। এ সময় তাঁরা 'রাজপথের ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই'; 'লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই'; 'যমুনারে যমুনা, আমি কিন্তু যাব না', 'শপথ নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না'; 'আদালতে হস্তক্ষেপ, চলবে না, চলবে না'; 'এ লড়াইয়ে জিতবে কারা, ইশরাক ভাইয়ের সৈনিকেরা' ইত্যাদি স্লোগান দেন।

নেতা-কর্মীদের বিক্ষোভ ঘিরে এলাকাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। বিএনপির নেতা-কর্মীদের এই অবস্থান কর্মসূচি শুরু হয় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে। মৎস্য ভবন মোড়, কাকরাইল মসজিদের সামনের মোড়সহ আশপাশের এলাকায় তাঁরা অবস্থান নেন। দিনভর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান তাঁরা। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপি নেতা ইশরাক হোসেন অবস্থান কর্মসূচিতে এসে ঘোষণা দেন, মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন। ইশরাক হোসেন বলেন, সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই উপদেষ্টার পদত্যাগ করা উচিত।

পরে ইশরাক হোসেন আন্দোলনস্থলে অবস্থান নেন। দিবাগত রাত পৌনে ১২টা পর্যন্ত তিনি নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান করেন।