ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শুরু : প্রশাসনের দখলে ভোলার মেঘনা-তেতুঁলিয়া নদী
চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ভোলার মেঘনা-তেতুঁলিয়া নদীতে টহল দিচ্ছে প্রশাসন। তবে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের জন্য কোনো জেলে ও মাছধরার ট্রলার নদীতে নামতে দেখা যায়নি। রোববার (১৩ অক্টোবর) অভিযানের প্রথম দিন ভোর থেকেই নদীতে মৎস্য বিভাগ, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ পুলিশের সরব উপস্থিতি দেখা যাচ্ছে।
সরেজমিনে ভোলার মেঘনা ও তেতুঁলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শতভাগ জেলে ও মাছ ধরা ট্রলার নদীতীরে অবস্থান করছে। জেলে শূন্য রয়েছে ভোলার প্রধান দুটি নদী। প্রসঙ্গত, শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়েছে এ নিষেধাজ্ঞা। চলবে আগামী ৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত মোট ২২ দিন। এসময় নদীতে ইলিশ শিকার, ক্রয়-বিক্রয়, মজুদ, পরিবহন ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। যার আওতায় রয়েছে ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকা।