• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

প্রকাশ:  ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:০৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঘন কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ২৩ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এর আগে ২২ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে এ রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মোঃ ইকবাল বলেন, শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়াও ঘাটের অদূরে চরলক্ষ্মী চ্যানেলে তিনটি ফেরি নোঙ্গর করে রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে পাঁচটি ফেরি চলাচল করছে। সূত্র : জাগো নিউজ।

 

সর্বাধিক পঠিত