• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শিক্ষামন্ত্রীর সাথে চাঁদপুরের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মতবিনিময়

স্মার্ট বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক স্মার্ট হবে

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর-৩ আসনের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সাথে মতবিনিময় সভা করেছেন। ১২ ডিসেম্বর বিকেলে পুরানবাজার ডিগ্রি কলেজের হলরুমে ‘স্মার্ট চাঁদপুর, তারুণ্যের দীপ মনি’ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বিতর্ক সংগঠক সাব্বির আজমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার নান্দনিক মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

এরপর মুক্ত আলোচনায় অংশ নেন প্রায় পাঁচ শতাধিক তরুণ ও তরুণী। তারা তারুণ্যের দীপু মনিকে কাছে পেয়ে আনন্দে উত্থেলিত হয়ে পরে। দীপু মনি বিভিন্ন সংগঠনের অনেক তরুণ-তরুণীর বক্তব্য মনোযোগ সহকারে শুনেন। প্রত্যেকের কথায় উঠে আসে আগামীর স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে তাদের চাওয়া-পাওয়া। তারা বলেন, নান্দনিক চাঁদপুরে তাদের চাওয়া-পাওয়ার কথা। আগামীর বাংলাদেশ কেমন হবে। 

শিক্ষামন্ত্রীও বলেন, যে আগামীর স্মার্ট বাংলাদেশের প্রত্যেকটি স্মার্ট হবে। সকলে মিলে এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবো। এ দেশটা একজনের পক্ষে সামনে এগিয়ে নেয়া সম্ভব নয়। সকলের সহযোগিতায় ও সকলে মিলে দেশটা সামনে এগিয়ে নিতে হবে। আমরা উন্নয়নশীল দেশে এখন অনেকে কিছুই স্মার্ট হয়েছে। দেশে হাইটেক পার্ক হয়েছে, রাস্তা-ঘাট উন্নয়ন হয়েছে, স্মার্ট শিক্ষায় শিক্ষার্থীরা শিক্ষিত হচ্ছে। এখন আমাদের সকলের উচিত দেশের এই উন্নয়নকে আরো গতিশীল করা। শিক্ষামন্ত্রী আরো বলেন, আজকের যারা এখানে অংশগ্রহণ করেছে আমি প্রতিনিয়ত আপনাদের সাথে যোগাযোগ রাখবো। আপনারাও আমার সাথে যোগাযোগ রাখবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাছরিন আক্তার, শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি সামীম আহমেদ খান, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইনসহ পুরানবাজার কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

সর্বাধিক পঠিত