• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেনারেল হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

প্রকাশ:  ০২ নভেম্বর ২০২৩, ১২:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন করা হয়েছে। ১ নভেম্বর বুধবার দুপুরে এ এক্স-রে মেশিনটি উদ্বোধন করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এরপর মন্ত্রী হাসপাতালের প্যাথলজি, ইপিআই টিকা কেন্দ্রসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক রোটাঃ ডাঃ একেএম মাহাবুবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন নবী মাসুম, চাঁদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সোহেল আহমেদ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসিবুল আহসান চৌধুরী (আসিব), ডাঃ নাজমুল হাসান রাজু, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান, ডাঃ শাহাদাত হোসেনসহ সকল চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদের মুয়াজ্জিন মাওঃ হাবিবুল্যাহ।

 

সর্বাধিক পঠিত