• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলায় ২৫ হাজার তালগাছ রোপণ কর্মসূচি শুরু

প্রকাশ:  ২৫ অক্টোবর ২০২৩, ১০:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসক সম্মেলন-২০২৩-এ প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে চাঁদপুর জেলায় তালগাছ রোপণ কর্মসূচি শুরু হয়েছে।
২৪ অক্টোবর জেলা প্রশাসক সম্মেলন ২০২৩-এ প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ২৫ দফা নির্দেশনার আলোকে চাঁদপুর জেলায় ২৫ হাজার তালগাছ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে এদিন চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে তালগাছ রোপণ করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বশির আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা নির্বাহী অফিসার চাঁদপুর সদর, মোঃ হেদায়েত উল্যাহ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চাঁদপুর সদরসহ জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজন।
তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে। এ ছাড়াও ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে।

 

সর্বাধিক পঠিত