• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় সম্পত্তিগত বিরোধের জের : ঘরে হামলা ও সীমানা প্রাচীর ভাংচুর

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০২৩, ১০:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়ায় সম্পত্তিগত বিরোধের জেরে হামলা ও সীমানা প্রাচীরের খুঁটি তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ২১ শে অক্টোবর উপজেলার বারৈয়ারা উত্তরপাড়ায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গ্রামের কাশেম আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 অভিযাগে আলমগীর উল্লেখ করেন, আমি বারৈয়ারা মৌজার ৩১৯ খতিয়ান বিএস ৯৬২ দাগে ১২ শতক জমির মালিক। আমার দখলীয় জায়গায় ভবন নির্মাণ কাজ করতে গেলে আমার বাড়ির সম্পর্কীয় মালেকের ছেলে জামালের পরিবারের লোকজন বাধা প্রদান করে, সালিসদের দেয়া সীমানার খুঁটি উঠিয়ে ফেলে। এ সময় আমি বাধা দিলে জামালের চাচাতো ভাই নজরুল ইসলাম ও জামালের স্ত্রী ও বোন দলবল নিয়ে আমাকে মারধর করে। মারধরের বিষয়ে কচুয়া থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি আরো বলেন, সম্প্রতি জামাল হাসন গং ভুঁইফোঁড় অনলাইনে মিথ্যা তথ্য প্রচার করে আমার সম্মানহানি করে।
জামাল হাসন জানান, আমার ৯৬৫ দাগে কিছু অংশে আলমগীর ভবন মির্মাণ করায় আমি আদালতে নিষেধাজ্ঞা মামলা দায়ের করি।