• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রাষ্ট্রীয় শোকে পতাকা উড়ায়নি বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ

প্রকাশ:  ২২ অক্টোবর ২০২৩, ০৯:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর ঘটনায় ২১ অক্টোবর শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ। রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেয় সরকার। সরকারের এই নির্দেশনাটি পালন করেনি বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ। গতকাল ২১ অক্টোবর শনিবার জাতীয় পতাকা টানায়নি কলেজটি।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ  ছাত্রলীগের সাবেক নেতা, বলাখাল এলাকার সমাজসেবক তসলিম আলম শিশির জানান, লোক মুখে শুনে শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখি, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের পতাকা স্ট্যান্ডে কোনো পতাকা নেই।
রাষ্ট্রীয় শোক দিবসে পতাকা টানানো হয়নি এমন বিষয়ে কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির চক্রবর্তী মুঠোফোনে জানান, আমাদের কলেজ বৃহস্পতিবার বন্ধ হয়ে গেছে। এ জন্যে বিষয়টি আমি জানতাম না।

সর্বাধিক পঠিত