• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গলাকেটে হত্যা মামলার আসামী পরকীয়া প্রেমিক বাবু গ্রেফতার

প্রকাশ:  ১২ অক্টোবর ২০২৩, ১১:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে গলাকেটে প্রবাস ফেরত স্বামী এমরান হোসেনকে খুনের ঘটনার প্রধান আসামী পরকীয়া প্রেমিক সৈয়দ আশেক এলাহি বাবুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। বৃহস্পতিবার সকালে এ  তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট প্রশাসন। এর আগে হাজীগঞ্জে নৃশংস হত্যা কান্ডের ঘটনায় এমরান হোসেনের স্ত্রী ফারজানা বেগম ও পরকীয়া প্রেমিক শাহরাস্তির সৈয়দ আশেক এলাহি বাবুসহ চারজনকে বিবাদী করে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বোন রিনা আক্তার। সোমবার বিকালে নিহত এমরান হোসেন (৪০)কে ফরিদগঞ্জ উপজেলার পূর্ব সুবিদপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের দালাল বাড়ীতে হাজারো মুসুল্লিদের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে দাফন করা হয়।

গেলো রোববার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডস্থ সার্কেল অফিস সংলগ্ন একটি ভাড়া বাসায় এমরান হোসেন (৪০) নামের প্রবাস ফেরত ওই যুবকের গলাকাটা হয়।  পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এমরানের বোন রিনা আক্তার বাদী হয়ে শাহরাস্তি উপজেলার আজগরা মুন্সী বাড়ীর সৈয়দ আলাউদ্দিনের ছেলে সৈয়দ আশেক এলাহি বাবু ও এমরানের স্ত্রী  ফারজানা বেগমসহ চারজনকে  বিবাদী করে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন বলে জানান ওসি আবদুর রশিদ।
নিহত এমরান হোসেন ফরিদগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল বাসারের ছেলে। সে দশ বছর সৌদি আরব প্রবাসী। ২ মাসে আগে ছুটিতে বাড়িতে আসে। স্ত্রী ফারজানা বেগম আটক হওয়ার আগে সংবাদ মাধ্যমকে জানান, তাদের নিকটআত্মীয় আশেক এলাহী বাবু বাসায় ঢুকে আমার স্বামীর সাথে হট্টগোল করে। একপর্যায়ে আমার স্বামীর গলাকেটে পালিয়ে যায়। বাবু তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও হুমকী ধমকী দিয়ে আসতো। এ বিষয়ে আগেও হাজীগঞ্জ থানা ও পারিবারিক বৈঠক হয়েছিল।