উন্নয়নের সুফল ভোগ করছে এদেশের আপামোর জনসাধারণ : আবুল খায়ের পাটওয়ারী
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ফরিদগঞ্জে মেলার আয়োজন ছাড়াও র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর রোববার দুপুরে পৌরসভায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
পৌরসভার মেয়র তাঁর বক্তব্যে বলেন, গত ১৫ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকারের মাধ্যমে উন্নয়নের স্রোত বইয়ে দিয়েছেন শহর থেকে গ্রামে। ফলে সর্বত্র আজ উন্নয়নের সুফল ভোগ করছে এদেশের আপামোর জনসাধারণ। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ঘোষণা দিয়ে সরকার তার বাস্তবায়ন করেছেন। এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। তিনি আরো বলেন, ফরিদগঞ্জ পৌর এলাকায় প্রায় তিন বছরে দৃশ্যমান অনেক কাজ হয়েছে। এখনো মোটা অংকের টেন্ডার পক্রিয়াধীন রয়েছে। এগুলো বাস্তবায়ন হলে পৌরবাসী সর্বোচ্চ সুবিধা ভোগ করবেন। আমি কথায় নয় কাজে বিশ^াসী। একটু ধৈর্য্য ধরুন, জনগণ অবশ্যই সুবিধা ভোগ করবেন। প্রতিটি ওয়ার্ডে আরসিসি ঢালাই, ড্রেন এবং সড়ক বাতি সংযোগ দেয়া হবে।
পরে অনুষ্ঠিত র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পৌরসভা মিলনায়তনে আলোচনা সভায় পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এ সময় আরো বক্তব্য রাখেন পৌরসভার প্যানের মেয়র আঃ মান্নান পরান, মাজহারুল ইসলাম মিরন, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ।