• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে চাঁদপুরের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ

প্রকাশ:  ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সারাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার গণভবনে এই শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সারাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন। চাঁদপুর জেলা থেকেও জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ এবং জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন। চাঁদপুর জেলার আট উপজেলা থেকেই নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
চাঁদপুর থেকে যাঁরা অংশগ্রহণ করেন তাঁরা হচ্ছেন : জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, পূজা উদযাপন পরিষদ সদর উপজেলার সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর পৌর পূজা উদ্যাপন পরিষদের নেত্রী মাধুরী সাহা, হাজীগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা, হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি রাধাকান্ত দাস, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি হিতেশ শর্মা, সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাস, কচুয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি ফণী ভূষণ মজমুদার, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, মতলব উত্তর উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি অজিত কুমার বিশ^াস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব দক্ষিণ উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত লাল মজুমদার, জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য বলাই সরকার, চন্দন দে, সুকান্ত দে, লিটন মজুমদার, মনা ঘোষ, জনি দাস প্রমুখ।

 

সর্বাধিক পঠিত