• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে পিআই ম্যাটস শিক্ষার্থীদের নবীনবরণ

প্রকাশ:  ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তিতে পিপলস ইন্টারন্যাশনাল ম্যাটস এন্ড আইএইচটির শিক্ষার্থীদের নবীনবরণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে উন্নয়ন করেছি তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শিক্ষার পরিবেশ ও অর্থবহ শিক্ষার দিকে আমি বেশি মনোযোগ দিচ্ছি। গরিব পিতা-মাতারা যাতে অল্প খরচে তাদের সন্তানদের লেখাপড়া করাতে পারে সেই ব্যবস্থা করা প্রয়োজন। কারিগরি শিক্ষার দিকে জোর দিতে হবে।
তিনি বলেন, কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে পারলে দেশে বেকারত্বের সংখ্যা কমে যাবে। প্রকৃতির সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, এটাই জীবন। একে অপরের কথা ভাবতে হবে, জীবনে একজনের পাশে দাঁড়াতে পারাটাই সাফল্য।
অনুষ্ঠানের শুরুতে পরিচালকদের পক্ষে বক্তব্য রাখেন রাজউকের পরিচালক (উপ-সচিব) সামছুল হক। শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে ও আসাদুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম. আবু ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহ মিরান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রোটাঃ ডাঃ একেএম মাহাবুবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, পৌর মেয়র হাজী আঃ লতিফ,  শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন, অধ্যক্ষ মানিক লাল মজুমদার, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড. এম. আনোয়ার প্রমুখ।
অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন কামরুজ্জামান ভূঁইয়া। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন লায়লা নূর খাদিজা প্রিয়া ও নাহিমা আক্তার।

সর্বাধিক পঠিত