• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় ধর্ষণ মামলার আসামী মেহেদী হাসান গ্রেফতার

প্রকাশ:  ২১ আগস্ট ২০২৩, ১১:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়ায় ধর্ষণ মামলার আসামী হাফেজ মেহেদী হাসানকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। শনিবার দুপুরে কচুয়া থানার এসআই মামুনুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে লক্ষ্মীপুরের রায়পুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কচুয়া থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত হাফেজ মেহেদী হাসান উপজেলার হাসিমপুর গ্রামের গোলাম মাওলার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গোলাম মাওলার ছেলে আজিম ইসলামি শরীয়ত মোতাবেক উপজেলার কহলথুড়ি গ্রামের এক নারীর সাথে ২০১৯ সালের ৩০জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিন পর আজিম সৌদি আরব চলে যান। আজিমের অবর্তমানে ২০২২ সালের ২০ এপ্রিল রাত ৮টার দিকে তার স্ত্রীকে বসতঘরের ২য় তলায় নিয়ে হাফেজ মেহেদী হাসান জোরপূর্বক ধর্ষণ করে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে মেহেদী হাসান এলাকা থেকে গা ঢাকা দেয়। এ নিয়ে এলাকায় সালিস বৈঠক বসেও কোনো সুরাহা না হলে ওই নারী চাঁদপুরের বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিজ্ঞ আদালত মামলাটি কচুয়া থানায় প্রেরণ করলে মামলাটি চলতি বছরের ৪ ফেব্রুয়ারি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়। দেবর কর্তৃক জোরপূর্বক ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার এই ঘটনায় এলাকার লোকজনের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী ধর্ষক হাফেজ মেহেদী হাসানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

 

সর্বাধিক পঠিত