• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মায়েরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষক : মেয়র জিল্লুর রহমান জুয়েল

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৬ | আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল ১৫ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মায়েরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষক। হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান অনেক ভালো। সারাদেশে বিদ্যালয়টির সুনাম রয়েছে। বিদ্যালয়টির বহুতল ভবন করার চেষ্টা চলছে, বিদ্যালয়ের চতুর্দিকে বাউন্ডারী দেয়াল করা খুবই জরুরি। মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সহযোগিতা পেলে তা করা হবে। আওয়ামী লীগ শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা খাতে যতো কিছু করা দরকার সেটা শেখ হাসিনার সরকার করবে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসান ইমাম বাদশার সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজ্জাক সিদ্দিকী ও মোঃ রবিউল হোসেন, সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হাই প্রমুখ।
বিকেল তিনটায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানসুর আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা।

 

সর্বাধিক পঠিত