চাঁদপুর জেলা সৃষ্টির ৩৯তম বর্ষপূর্তি উদ্যাপন
১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা জেলা থেকে পৃথক হয়ে চাঁদপুর মহকুমা থেকে জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে। গতকাল ১৫ ফেব্রুয়ারি ছিলো চাঁদপুর জেলা হিসেবে স্বীকৃতি লাভের ৩৯তম বর্ষপূর্তি। তাই এ দিবসটি কেক কেটে উদযাপন করা হয় জেলা প্রশাসন থেকে। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রাতে চাঁদপুর ক্লাবের টেনিস গ্রাউন্ডে এই ৩৯তম বর্ষপূর্তির কেক কাটা হয়। জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)সহ অন্যরা এই কেক কাটেন। এ সময় আরো যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগ নেতা আবু নাছের বাচ্চু পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক আলমগীর হোসেন বাহার, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, বিশিষ্ট চিকিৎসক মোঃ মিজানুর রহমান, রোটারিয়ান সোহেল, ক্রীড়াবিদ রিফাই প্রমুখ। পরে সকলকে কেক ও মিষ্টি খাইয়ে আপ্যায়ন করানো হয়।