• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে ভাংচুর

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০২২, ১৬:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
হাজীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির সাধারণ সম্পাদক ঘোষণা নিয়ে সমাবেশ স্থলে ব্যাপক ভাংচুর হয়েছে। এতে মঞ্চসহ প্রায় শতাধিক চেয়ার ভাংচুর করা হয়। এ সময় পদবঞ্চিত কিছু কর্মী চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখালে সড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশের বাধায় তা ভ-ুল হয়ে যায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে পৌরসভার বলাখাল আর. জে. সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় বলাখাল আর. জে. সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে সভাপতি পদে দুজনের নাম প্রস্তাব আসে। সাধারণ সম্পাদক পদে ৫ জনের নাম প্রস্তাব আসে। সবশেষে পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন সভপতি পদে নান্নু বেপারীকে  ও সাধারণ সম্পাদক পদে নাঈম হোসেন মুন্সীর নাম ঘোষণা করেন। এরপরেই সাধারণ সম্পাদক পদের অন্য প্রার্থীর নেতাকর্মীরা মঞ্চের পূর্ব পাশ থেকে ভাংচুর শুরু করে। 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদ্যবিদায়ী সভাপতি যদু বেপারী ও সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু। এ সময় সহ¯্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ যোবাইর সৈয়দ জানান, আওয়ামী লীগের একটি অংশ বলাখাল বাজারে সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদেরকে অবরোধ করতে দেয়নি। 

সর্বাধিক পঠিত