• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজার গৌর নিত্যানন্দ মহাপ্রভুর আখড়ায় দামোদর ভোগ

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০২২, ১৬:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
 চাঁদপুর পুরাণবাজার শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর আখড়ায় ভগবান শ্রী শ্রী দামোদরের ভোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ নভেম্বর মঙ্গলবার সকালে দামোদর ভোগের আয়োজন করেন পুরাণবাজার বারোয়ারী দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ধর্মানুরাগী মানিক চন্দ্র সাহা। তিনি ঈশ্বর সন্তুষ্টি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এ আয়োজন করেন। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন মন্দিরের পৌরহিত অনিক গোস্বামী। তাকে সহযোগিতা করেন মন্দিরের সেবাইত দুলাল চক্রবর্তী। কীর্ত্তন পরিবেশন করেন কেদারনাথ চক্রবর্তী, গিরীধারী সাহা, অধ্যাপক সমীরণ ঘোষ, দীপক সাহা, প্রভাস চন্দ্র সাহা, ডাঃ সহদেব দেবনাথ প্রমুখ। দামোদের ভোগকে কেন্দ্র করে ভোর থেকেই শহরে বসবাসরত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ আখড়ায় প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। তারা ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে নির্দিষ্ট সময়ে দামোদরের পূজা অর্চনাসহ ভোগ নিবেদনপূর্বক কীর্তন করেন। অনুষ্ঠানে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, কার্তিক মাস সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র মাস হিসেবে পরিচিতি পেয়ে আসছে। এ মাসে সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই মাছ, মাংস পরিহারপূর্বক নিরামিষ আহার করে থাকেন এবং এ মাসকে কেন্দ্র করে অনেক ধর্মীয় প্রতিষ্ঠানেই উৎসবমুখর পরিবেশে শ্রীমদ্ভাগবত পাঠ, প্রদীপ প্রজ্জালন, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ভোরবেলায় অনুষ্ঠিত হয় ভগবান দামোদরের বিশেষ পূজা ও ভোগ। কার্তিক মাস উপলক্ষে জেলা শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেই এ উৎসব পরিলক্ষিত হয়। আজ ১৬ নভেম্বর বুধবার ভোরবেলায় পুরানবাজার শ্রী শ্রী গৌরনিত্যানন্দ মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হয় ভগবান শ্রী শ্রী দামোদরের পূজা ও ভোগরাগসহ প্রসাদ বিতরণ। শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর আখড়ার সাধারনসম্পাদক শিমুল সাহা তার পিতা চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর আখড়ার সাধারণ সম্পাদক স্বর্গীয় পরেশ চন্দ্র সাহার আত্মার সন্তুষ্টি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এ আয়োজন করেন। পুরানবাজার শ্রী শ্রী গৌরনিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে অনুষ্টিত ভগবান দামোদরের ভোগ অনুষ্ঠানে কীর্তনরত ভক্তবৃন্দ।

সর্বাধিক পঠিত