ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ১২:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে দ্বিতীয় পর্যায়ে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার শাহাদাৎ হোসেন সাবু পাটওয়ারী, মুক্তিযোদ্ধা সংসদের জেলা সহকারী কমান্ডার মোঃ মহসীন পাঠান, ইয়াকুব আলী মাস্টার, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদুল্লা তপাদার, মুক্তিযোদ্ধা আলী হোসেন ভূঁইয়া, আঃ রব শেখ প্রমুখ। এ সময় ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি র্কাড নিতে আসা ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।