• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জের চান্দ্রায় রোকেয়া মেডিকেল হলের মালিকের প্রতারণা

প্রকাশ:  ০৯ নভেম্বর ২০২২, ১৩:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারের দক্ষিণ গলিতে অবস্থিত রোকেয়া মেডিকেল হলে নি¤œমানের ঔষধ বিক্রি করা হয়। 
জানা যায়, রোকেয়া মেডিকেল হলের মালিক মোঃ মাইনুল ইসলাম মিলন নি¤œমানের ঔষধ ক্রয় করে এনে অধিক মূল্যে বিক্রি করে থাকে। এতে মানুষজন প্রতারিত হচ্ছে। জ্বরের যে পরিমাণ ঔষধ দেয়া প্রয়োজন তার চেয়ে বেশি ঔষধ দিয়ে টাকা হাতিয়ে নেয়। এমনকি তার ভিজিটিং কার্ডে লেখা রয়েছে ডাঃ মোঃ মাইনুল ইসলাম মিলন, ডি এম এস (স্বাস্থ্য), সিআইএমটি, চট্টগ্রাম, মেডিসিন, শিশু রোগ ও সার্জারীর ওপর প্রশিক্ষণপ্রাপ্ত। আদৌ তার এ সকল প্রশিক্ষণ আছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এমনকি তিনি তার নামের আগে ডাক্তার লেখার নিয়ম না থাকলেও তিনি রোগীদেরকে আকৃষ্ট করার জন্য তার নামের পূর্বে ডাঃ ব্যবহার করে প্রতারণা করে আসছেন। তার ডাঃ লেখা ভিজিটিং কার্ড বিভিন্ন জায়গায় মানুষের হাতে হাতে পৌঁছিয়ে দেন। এমনকি সপ্তাহে একদিন চক্ষু রোগের ডাক্তার তার দোকানে বসানো হয় এবং মাইকিং করে তার দোকানের ও তার নাম প্রচার করে থাকেন। তিনি প্রভাব খাটিয়ে নি¤œমানের ঔষধ বিক্রিসহ ডাঃ পদবি ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। 
এ ব্যাপারে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জনৈক চিকিৎসক বলেন, মাইনুল তার নামের পূর্বে ডাঃ লেখার নিয়ম নেই। চাঁদপুর শহরের বেসরকারি জনৈক চিকিৎসক বলেন, তার পদপদবি অনুযায়ী তিনি তার নামের পূর্বে ডাঃ লিখতে পারেন না।
এ ব্যাপারে মাইনুল ইসলাম মিলনের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি ক্ষিপ্ত হয়ে ফোন কেটে দেন।

সর্বাধিক পঠিত