• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে বিএনপির ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

সিপাহী জনতা শহীদ জিয়াকে যেভাবে মুক্ত করেছে খালেদা জিয়াও সেভাবে মুক্ত হবে:শরীফ মোঃ ইউনুছ

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০২২, ১১:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট


গতকাল ফরিদগঞ্জ বিএনপি কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুছের সভাপতিত্বে এবং বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলাল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ হারুনুর রশীদ, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তালেব পাটোয়ারী, আবদুল আজিজ মোল্লা, শাহাদাত হোসেন নয়ন চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল কমিশনার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক বাচ্চু, যুব বিষয়ক সম্পাদক আবু তাহের গাজী, স্থানীয় সরকার সম্পাদক আবু সায়েদ পাটোয়ারী, ক্ষুদ্র ঋণ সম্পাদক লোকমান দর্জি, গণশিক্ষা সম্পাদক হেলালুদ্দীন মাস্টার, প্রবাসী কল্যাণ সম্পাদক বাদল ঢালীসহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সফিউল আলম সফু, ১নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম পাটোয়ারী, ৪নং ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বুলু, ৭নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মোল্লা, ৮নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোক্তার আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ মেম্বার, ৯নং ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর মিলন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল বেপারী, ১০নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির মেম্বার, সাংগঠনিক সম্পাদক হামিমুর রহমান, ১১নং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দীন, যুগ্ম সম্পাদক সুমন মেম্বার, ১২নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার, ১৪নং ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহাজান গাজী, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ১৫নং ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল ভূঁইয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ১৬নং ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইয়াছিন মেম্বার, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, জহিরুল ইসলাম, মন্জুর হোসেন রনি, সদস্য মঞ্জিল হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আবদুল কাদির বকুল, গোলাপ শেখ, আরিফ পাটোয়ারী, ফারুক হোসেন রনো, জেলা যুবদলের সদস্য মোক্তার মিজি, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, ফরিদগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, রাফিকুল ইসলাম, কাওসার হোসেন, সাইফুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, একে সুমন পাটোয়ারী, ফরিদগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক পারভেজ আলম, সদস্য সচিব ফরিদ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান, সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান, মহিলা দলের নেত্রী শারমিন করিম প্রমুখ।
সভাপতির বক্তব্যে শরীফ মোঃ ইউনুছ বলেন, ১৯৭৫ সালে আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে সিপাহী জনতা যেভাবে মুক্ত করেছে, বেগম খালেদা জিয়াও সেভাবে মুক্ত হবেন। তিনি আরো বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের ও ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনা। দেশ সেদিন সাম্রাজ্যবাদীর হাত থেকে মুক্ত হয়েছে। বিএনপি জনগণের ভোট, বেঁচে থাকার অধিকার আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতির প্রতিবাদ ও জনগণের সম্পদ লুটপাটের বিরুদ্ধে আন্দোলন করেছে। এই আন্দোলনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে, যার প্রমাণ বিভাগীয় সমাবেশে জনতার ঢল নেমেছে। তিনি আগামীর আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান।

সর্বাধিক পঠিত