• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তির ইতিহাসে সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান

আয়নাতলী বাজারের ৪৪ অবৈধ দোকানঘর উচ্ছেদ

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০২২, ১৩:২৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 

 শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারের খালের উপর নির্মিত ৪৪টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন। ৫ নভেম্বর সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেসকাতুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন। 
জানা যায়, বহু বছর ধরে উপজেলার আয়নাতলী বাজারের বৃহৎ অংশ নিয়ে খালের উপর প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী স্থায়ী ইমারত নির্মাণ করে ব্যবসা করে আসছেন। এর ফলে মাঠের পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়। 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন জানান, উচ্ছেদকৃত জায়গা সরকারি সম্পত্তি। জেলা প্রশাসকের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ দোকানদারদের তাদের স্থাপনা সরিয়ে নিতে নোটিস করা হলেও তারা তাদের স্থাপনা সরিয়ে না নেয়ায় প্রশাসন এ অভিযান পরিচালনা করে। 
এদিকে শাহরাস্তিতে এটিই সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। উপজেলার ইতিহাসে দু-চারটি ব্যতীত এতো বড় উচ্ছেদ অভিযান কখনোই পরিচালিত হয়নি। অভিযান চলাকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সহায়তা করেন।