• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জ্ঞানগৃহ লাইব্রেরি এন্ড স্টেশনারির শুভ সূচনা

বইপ্রেমীদের হাতে ভালো বই তুলে দিতে লাইব্রেরিটি ভূমিকা রাখবে : অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০২২, ১১:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে জ্ঞানগৃহ লাইব্রেরি এন্ড স্টেশনারির শুভ সূচনা হয়েছে। গতকাল ২ নভেম্বর বুধবার দুপুরে শুভ সূচনা উপলক্ষে লাইব্রেরিটি পরিদর্শন করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। এ সময় তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সমাজ, রাষ্ট্র ও জীবনঘনিষ্ঠ বই পড়া জরুরি। সেক্ষেত্রে লাইব্রেরি বিশেষ ভূমিকা রাখতে পারে। আমার বিশ^াস, জ্ঞানগৃহ লাইব্রেরি শিক্ষার্থীদের হাতের নাগালে ভালো মানের বই পাওয়ার ক্ষেত্রে বিশ^স্ত ঠিকানা হবে, বইপ্রেমীদের হাতে ভালো বই তুলে দিতে লাইব্রেরিটি ভূমিকা রাখবে। তিনি বলেন, বিশ^কে জানতে বই পড়তে হবে। উপন্যাস পড়তে হবে। চাঁদপুরের লেখকদের বই পড়তে হবে। আমাদের মানবিক মানুষ হওয়া জরুরি। সেক্ষেত্রে বই পড়ার দিকে আমাকে ঝুঁকতে হবে। 
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির চাঁদপুর জেলা সভাপতি এসএম মোরশেদ সেলিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান। জ্ঞানগৃহ লাইব্রেরি এন্ড স্টেশনারির স্বত্বাধিকারী মোঃ মঈনুল হোসেন ও বদরুন নাহার অনুষ্ঠানে আগত অতিথিদের বরণ করে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ, লেখক, বিভিন্ন লাইব্রেরির স্বত্বাধিকারী ও বই বিক্রেতাগণ। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নিজামুল হক। পরে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।

সর্বাধিক পঠিত