• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট ॥ থানায় জিডি

প্রকাশ:  ০২ নভেম্বর ২০২২, ১১:০৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলার আসন্ন পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ লেখা, মিথ্যা ও বিভ্রান্তিমূলক কথাবার্তা পোস্ট করা হচ্ছে। এ রকম তিনটি ফেসবুক আইডির বিরুদ্ধে সোমবার (৩১ অক্টোবর) থানায় জিডি (নং : ১৬৬৪, তাং : ৩১/১০/২২) করেছেন হুমায়ুন কবির।
জানা যায়, আগামী ২৮ নভেম্বর ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন সংগ্রহের সাথে সাথে এলাকায় চলছে অনানুষ্ঠানিক উঠোন বৈঠক ও মতবিনিময় সভা। সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজীও সেই মোতাবেক নিয়মিত উঠোন বৈঠক করছেন। কিন্তু গত ক’দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথিলা আক্তার, মনির সাত্তার, ইয়াছিন পাটোয়ারী পলাশ নামক আইডিতে থেকে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে।
এ ব্যাপারে হুমায়ুন কবির জানান, নির্বাচনে অংশগ্রহণ করার জন্যে কাজ করছি। কিন্তু ফেসবুক ব্যবহার করে অপপ্রচার কোনোভাবেই মেনে নেয়া যায় না। তাই আমি থানায় জিডি করেছি। আশা করছি, পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবেন। তার ধারণা, সামনে ইউপি নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে অসাধুরা এসব কা- ঘটাচ্ছে। 

সর্বাধিক পঠিত