• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে যুবদলের দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা ॥ গ্রেফতার ৮

প্রকাশ:  ০২ নভেম্বর ২০২২, ১০:৪০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 শাহরাস্তি উপজেলা যুবদলের দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শাহরাস্তি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল বাদী হয়ে ১ নভেম্বর শাহরাস্তি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পর শাহরাস্তি থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৮ অক্টোবর শুক্রবার বিকেলে শাহরাস্তি উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর যুবদল। এ সময় বিএনপি ও জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় অবস্থান নেয় পৌর আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা। 
বাদী এজাহারে উল্লেখ করেন, এ সময় যুবদলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ জন নেতা-কর্মীকে আহত করে এবং বেশ কটি প্রতিষ্ঠান ভাংচুর করে। মামলায় উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ শাহেদুল হক মজুমদার, সদস্য সচিব এহতেশামুল হক, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে যুবদলের ৮ নেতা-কর্মীকে আটক করে। আটককৃতরা হলেন পৌরসভার পূর্ব উপলতা গ্রামের মৃত বুজরত আলীর পুত্র আঃ ছাত্তার (৪৭), একই গ্রামের মৃত ফজলুল হকের পুত্র আলী হোসেন (৫০), সুয়াপাড়া পাটোয়ারী বাড়ির মৃত আঃ হাইয়ের পুত্র মোঃ শাহপরান (৩২), একই গ্রামের সেকান্দর আলী পাটওয়ারীর পুত্র মোঃ তাজুল ইসলাম (৪৩), পৌর এলাকার নোয়াগাঁও পশ্চিমপাড়া মুন্সি বাড়ির মৃত আঃ রশিদের পুত্র শরিফুদ্দিন প্রকাশ লিটন (৫০), সুয়াপাড়া বেলাজী বাড়ির মৃত আঃ বারেকের পুত্র মোঃ আমির হোসেন (৫০), মাইজের বাড়ির মৃত আবুল কাশেমের পুত্র মোঃ তৌয়ব আলী (৪৬) ও পশ্চিম মাইজের বাড়ির ইসমাইল হোসেনের পুত্র মোঃ খোকন মিয়া (৩০)। 
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান জানান, মামলা দায়েরের পর ৮ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বাধিক পঠিত