• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বাসি পচা ইলিশে সয়লাব

প্রকাশ:  ০১ নভেম্বর ২০২২, ১২:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নিষিদ্ধ সময়ে সাগর ও নদ-নদীতে চুরি করে নিধন করা ইলিশে এখন সয়লাব চাঁদপুর বড়স্টেশন মাছঘাট। সোমবার সরজমিনে গিয়ে দেখা যায় এ চিত্র। সড়ক পথে আসা সারি সারি ট্রাক, পিক-আপ ও কাভার্ডভ্যান এবং পন্টুন ঘাটে নদীপথে আসা ৮-১০টি ফিশিং বোট ও বেশ ক’টি ট্রলার। এসবে ইলিশ বোঝাই হয়ে বিক্রির জন্যে চাঁদপুর মোকামে আনা হয়। যার অধিকাংশই পচা ইলিশ। নিষেধাজ্ঞা শেষ হওয়ার একদিন পর থেকে শত শত মণ ইলিশ এসেছে ইলিশ অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটে। এতো কম সময়ে এই বিপুল ইলিশের আমদানিতে বিস্মিত সবাই। ঘাট জুড়ে কেবল পচা ইলিশের দুর্গন্ধ। ইলিশ ক্রেতারা বলছেন, শুক্রবার মধ্যরাতে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবার দুই তিনদিনের মধ্যে ঘাটে এতো ইলিশ আসার কথা নয়। এসব মাছ নিষিদ্ধ সময়ে জেলেরা যে চুরিচামারি করে মাছ ধরেছে, সেই মাছ রাখার সময় পচে গেছে। অবৈধ সেই মাছের এখন বিক্রি চলছে। এতে চাঁদপুর যে ইলিশের ব্র্যান্ডিং জেলা তার বদনাম হচ্ছে। পচা ইলিশ কেটে লবণ দেয়া হচ্ছে।
ছবিতে হাজী মালেক খন্দকারের আড়তে পচা ইলিশের স্তুপ দেখা যাচ্ছে। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।

সর্বাধিক পঠিত