• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে শিক্ষক দিবসের প্রস্তুতি সভা

প্রকাশ:  ২৭ অক্টোবর ২০২২, ১১:২৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 শাহরাস্তিতে শিক্ষক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার নিজ মেহার পাইলট উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আহম্মেদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সূচীপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ আবুল কালাম, রাগৈ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, পঞ্চনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম, গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, করফুলেন্নেছা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহাবুবুল হক, মেহার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইউনুস মিয়াজী, নিজ মেহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবীব উল্লাহ, রাগৈ ইসলামীয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ আশরাফীসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় যথাযথ মর্যাদায় শিক্ষক দিবস উদ্যাপনের লক্ষ্যে শিক্ষক উপস্থিতি নিশ্চিতকরণ, ব্যানার, ফেস্টুন তৈরি, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।