বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ফরিদগঞ্জ উপজেলা কমিটি গঠন
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় চাঁদপুর জেলা কমিটির অধীনস্থ উপজেলা কমিটি গঠন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক উপজেলা কমিটিসমূহ গঠনকল্পে সমিতির চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ গত ২০ জুলাই ফরিদগঞ্জ উপজেলা সফর করেন। সেখানে আলোচনা সভায় জেলার নেতৃবৃন্দ ফরিদগঞ্জ উপজেলা কমিটি ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করেন।
জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১৭ সেপ্টেম্বর ২০২২ হতে ১৬ আগস্ট ২০২৪ পর্যন্ত আগামী দুই বছরের জন্য জেলা কমিটির সহ-সভাপতি মোঃ নুরুল আলম ও সাধারণ সম্পাদক মাসুদ আখন্দের স্বাক্ষরিত এক পত্রে তৃপ্তি হোটেলের স্বত্বাধিকারী মোঃ ওয়ালী উল্যাহকে সভাপতি ও হাজী আউয়াল সুইটের স্বত্বাধিকারী মোঃ খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ফরিদগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যরা হলেন : সহ-সভাপতি রাজা মিয়া পাটওয়ারী (আরফাত হোটেল), সহ-সভাপতি শ্রী বিদেশ চন্দ্র দে (জনতা সুইটস্), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ (শাহী হোটেল), সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ (ওয়ান স্টার হোটেল), কোষাধ্যক্ষ মোঃ মহসিন হোসেন রুবেল (হাজী হোটেল), দপ্তর সম্পাদক এমএ কামাল (বনফুল সুইটস্), প্রচার ও প্রকাশনা সম্পাদক এমএ সালাম (সালাম হোটেল), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শফি উল্লা (পিপাসা হোটেল), সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন (মহসিন আউলিয়া), কার্যকরী সদস্য জয়নাল আবেদিন (নবাব বিরিয়ানী হাউজ), রাসেল পাটোয়ারী (রাহা বিরিয়ানী হাউজ), মোক্তার আহমেদ (মোক্তার হোটেল) ও মিজানুর রহমান (পাঠান বিরিয়ানী হাউজ)।
ফরিদগঞ্জ উপজেলা কমিটি অনুমোদনকালে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি নুরুল আলম লালু, সহ-সভাপতি ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান আখন্দ (মাঈনু), সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বেপারী, দপ্তর সম্পাদক জাহিদুল হক মিলন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মামুন হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক টিটন ঘোষ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাছির হোসেন, কার্যকরী সদস্য নুরুজ্জামান কালু ও নুরুল হোসেন কোরবানসহ অন্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গত ২০ আগস্ট ১৩ সদস্য বিশিষ্ট কচুয়া উপজেলা কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে চাঁদপুর জেলার অন্তর্গত সকল উপজেলা সফর শেষে আলোচনা সাপেক্ষে অন্যান্য উপজেলার কমিটি গঠন করা হবে।