• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাগাদীর নানুপুরে এক রাতে চার গরু চুরি

প্রকাশ:  ১৮ সেপ্টেম্বর ২০২২, ১০:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নানুপুর গ্রামে ৪টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার সময় নানুপুর গ্রামের আমির বেপারী বাড়িতে।
চুরি যাওয়া গরুর মালিকগণ জানান, শুক্রবার রাত ২টা পর্যন্ত গরুগুলো গোয়ালঘরে ছিলো। আমি গরুরে ঘাস দিয়েছি। ভোর ৪টার সময় দেখি গোয়ালঘরের তালা ও শিকল ভেঙ্গে গরুগুলো কে বা কারা চুরি করে নিয়ে গেছে। 
গরুর মালিক মোঃ ইসমাইল বেপারী ও তার স্ত্রী তাসলিমা বেগম জানান, আমাদের ৩টি গরু চুরি করে নিয়ে গেছে। এ গরুর মাধ্যমেই আমাদের সংসার চলতো। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে। চুরি হওয়া কালা গরু ২টা। নয় মাসের কালো ষাঁড়টির মূল্য ৭০ হাজার টাকা। ৭ বছরের ১টি গাভী কালো। এ গাভীটি দৈনিক ৭ কেজি দুধ দিতো। এটির মূল্য এক লাখ ৫০ হাজার টাকা। আর সাদা-কালা ১টি গাভিন গরু। যার মূল্য হবে ১ লাখ ৮০ হাজার টাকা।
ওই বাড়ির মোঃ আঃ সাত্তার বেপারী (৭৫) ও তার স্ত্রী সাহিদা বেগম জানান, ওই রাতে আমাদের ১৮ মাস বয়সী একটি লাল গরু চোরে নিয়ে গেছে। দুটি পরিবারে গরু চুরি হওয়ায় তারা মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। এর আগেও ওই এলাকা থেকে গেলো ঈদুল আজহার সময় আঃ মান্নান বেপারীর একটি দুধের গরু চুরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বাগাদী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ ফজলু এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইসমাইল ও সাত্তার বেপারীর গরু চুরি হয়েছে। তাদের এ গরুর আয় দিয়েই সংসার চলতো। এ বিষয়ে তাদের নিয়ে থানায়  অভিযোগ করবো।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, ঘটনা বিষয়ে স্থানীয়ভাবে আমাকে জানানো হয়েছে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ দেয়ার জন্য বলেছি। কিন্তু আমার জানা মতে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার  কোনো অভিযোগ দেয়নি। এ বিষয়ে অভিযোগ দেয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। 

সর্বাধিক পঠিত