চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২
মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজী
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার সময় জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসানের নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন উপস্থিত ছিলেন। প্রার্থীর সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। এ সময় সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ১৮ সেপ্টেম্বর বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণ ১৭ অক্টোবর।