• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২

মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজী

প্রকাশ:  ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার সময় জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসানের নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন উপস্থিত ছিলেন। প্রার্থীর সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। এ সময়  সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ১৮ সেপ্টেম্বর বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণ ১৭ অক্টোবর।

 

সর্বাধিক পঠিত