চাঁদপুর সদর উপজেলায় সামাজিক-সম্প্রীতি কমিটির সভা
আমরা যদি সচেতন হই, অপশক্তি সাহস পাবে না :নূরুল ইসলাম নাজিম দেওয়ান
চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান বলেছেন, চাঁদপুর সম্প্রীতির জায়গা। সামাজিকভাবে আমরা ঐক্যবদ্ধ। আমরা যদি সচেতন হই, অপশক্তি সাহস পাবে না। আমরা যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি, সেখানে কে কোন্ ধর্মের সেটা দেখার বিষয় নয়। আমরা যখন দায়িত্বপূর্ণ চেয়ারে থাকি, সবাইকেই আমরা যার যার চাহিদা অনুযায়ী সেবা দেয়ার চেষ্টা করি। যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে বিশৃঙ্খলার সুযোগ নেই। তিনি আরো বলেন, আমাদের আলেম সমাজও ওয়াজ মাহফিল ও জুমার পাক আলোচনায় সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলেন। সব আলেম ওয়াজের নামে ফিতনা করেন না। কিছু আলেম আছেন সমাজের মানুষের মাঝে ফিতনা ছড়ান। তাদের থেকে সাবধান হতে হবে।
সোমবার ১২ সেপ্টেম্বর দুপুর ৩টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেলাল চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর প্রমুখ।
উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি কেফায়েত উল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।